দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেব দায়িত্ব নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | সেখান থেকে তিনি বুঝিয়ে দিলেন, দলের আসল সম্পদ দলীয় কর্মীরাই | তৃণমূলের সেকেন্ড ম্যান তাঁরাই | এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি জানিয়ে দেন, ‘দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে | আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’দলীয় কর্মীদের তাঁর বার্তা, “দলে প্রথম বা প্রধান মুখই মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূলের সেকেন্ড ম্যান কর্মীরাই| আমি না | যাঁরা লড়াই করে বাংলায় দলকে ক্ষমতায় এনেছে |” এদিন তিনি জানান,“দল নতুন দায়িত্ব দিয়েছে | প্রবীণদের আর্শীবাদ নিয়ে কাজ করছি| গতকাল সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি | আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করব|”
অভিষেক এদিন স্পষ্ট জানিয়ে দেন তাঁর ও দলের লক্ষ্য বড়, ভিন রাজ্য | কার্যত ২০২৪-এর সলতে পাকানোর কাজ আজ থেকেই শুরু করে দিয়েছেন অভিষেক | সেখান থেকে কীভাবে তৃণমূল ভারত ‘জয়’ করবে, তারও খসড়া দিলেন অভিষেক| তাঁর কথায়, “লড়াইটা মমতা বনাম মোদি সরকারের | আমরা যখন অন্য রাজ্যে পা দেব তখন শুধু একটা দুটো বিধায়ক পদ জিততে যাব না, ভোট বাড়াতে যাব না, যখন অন্য রাজ্যে যাব সেটা জিততেই যাব |” তবে ভবিষ্যতের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি | অভিষেকের সাফ কথা,”যে দায়িত্ব পেয়েছি, তাতে আগামী দিনে দলের বিস্তারে আরও কাজ করব | দলকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব | লিখে রাখুন, আগামী কুড়ি বছর রাজ্য প্রশাসনের কোনও পদ আমি নেব না|”এদিন অভিষেক বিজেপির দলে পরিবারতন্ত্র নীতি নিয়ে খোঁচা মেরেছেন | এদিন তিনি তাঁর জবাবে জানিয়েছেন, ‘বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্যকে বলব, আইন নিয়ে আসুন যাতে এক পরিবার থেকে একজনের বেশি রাজনীতিতে আসতে না পারে আইন আনুন | সবার আগে আমি ইস্তফা দেব |’ এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খোঁচা দিয়ে অভিষেক বলেন, “বিরোধী দলনেতা কুৎসা করছেন | ৪০ লক্ষ বাঙালি বিজেপিশাসিত রাজ্যে রয়েছেন বলে ভয় দেখানোর চেষ্টা করছেন | আমি বলব, কুৎসা করবেন না | বিরোধী দলনেতার ভূমিকা পালন করুন|”