Breaking News

মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন, পুড়ল একতলা, আতঙ্কে অসুস্থ বিধায়ক,ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য দিতে হল অক্সিজেন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার সকালে আগুন লাগল তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে | আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মদন-সহ পরিবারের সদস্যরা | আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন | আগুনের ধোঁয়ায় তৃণমূল বিধায়কের শ্বাসকষ্ট শুরু হয় | বাড়ির বাইরে তাঁকে অক্সিজেন দেওয়া হয় | ঘটনার পর মদন মিত্র বলেন, ‘কোনওমতে প্রাণে বাঁচলাম |’সূত্রের খবর, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে বসার ঘরে সোফায় প্রথমে আগুন লাগে এদিন | মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা ঘরে | মঙ্গলবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ বাড়ি থেকে পোড়া গন্ধ ছাড়তে থাকে | পাড়ার লোকজনও পান গন্ধ | দেখা যায় কালো ধোঁয়া | তারপরই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সকলে | এদিন মদন মিত্রের কথা হয় দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে | দ্রুত চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন |খাট-সহ বাড়ির একতলার জিনিসপত্র পুড়ে গিয়েছে | তবে মদন জানান, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেখানে অন্যদিন তাঁর পাঁচ বছরের নাতি পড়াশোনা করে | ১০ টা পর্যন্ত অনলাইনে ক্লাস চলে | কিন্তু তিনি ভবানীপুরের বাড়ি আসায় নাতি উপরে চলে গিয়েছিল | বরাতজোরে সবাই রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।’’মদন মিত্র জানান, “দেড়শো বছরের বাড়ি আমাদের | জীবনের প্রথম এমন অভিজ্ঞতা হল | সব থেকে বড় কথা হল, যে ঘরে আগুন লেগেছে ওটায় একটাই প্রবেশদ্বার | বাকি ঘরগুলোয় আমাদের একাধিক দরজা| পুরনো বাড়ি যেহেতু |”‘মদনদা’র বাড়িতে আগুন লেগেছে শুনেই ছুটে আসেন পাড়ার লোকেরা|সকলের উদ্যোগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় | মদন মিত্র তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান | কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে | তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিতের জেরেই এই ঘটনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *