Breaking News

মালদায় বাম-কংগ্রেস জোট নিয়ে জটিলতা, কটাক্ষ বিজেপি-তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা :- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট–কংগ্রেস জোট করেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আগেই ঘোষণা করেছে | সেই মত চলছে প্রস্তুতিও | আর তার মাঝে বাম কংগ্রেস জোট নিয়ে জটিলতা অব্যাহত মালদায় | ইতিমধ্যেই এই জেলার ১২ টি আসনের মধ্যে ১০ টি আসনে প্রার্থী দিতে অনড় কংগ্রেস | এমনকি আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক আবার মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর আসন দুটি ছাড়তেও রাজি নন | প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটে হরিশ্চন্দ্রপুর ও মালতিপুর এই দুটি আসনে ২ বিধানসভা কেন্দ্রে জিতে গেছিল কংগ্রেস |

শুধুমাত্র বৈষ্ণবনগরে বিজেপির কাছে প্রায় সাড়ে চার হাজার ভোটে হেরে যায় কংগ্রেস | আর গাজন এবং হবিবপুর কেন্দ্র থেকে জয়লাভ করে সিপিএম |অন্যদিকে, ২০১৬ সালে গাজন এবং হবিবপুর কেন্দ্র থেকে জয়লাভ করে সিপিএম | ইংরেজ বাজারে জয় লাভ করে বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী | জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালি সাধন রায় বলেন,’লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনকে যদি প্যারামিটার ধরা হয় তাহলে বামেদের থেকে অনেক এগিয়ে কংগ্রেস|সে ক্ষেত্রে জেলার দুটি আসনেই প্রার্থী দিতে অনড়। গত নির্বাচনে বামেদের জেতা সিট গাজোলে প্রার্থী চায় কংগ্রেস’ | কংগ্রেসের এই সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছে না ফরওয়ার্ড ব্লক,আরএসপি | সিপিএম ও কংগ্রেসের এই জোট জটিলতাকে দুষছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *