অভিষেক সাহা, মালদহ :- ডাকাতির আগেই ছক বানচাল | বড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ | পুলিশের জালে কুখ্যাত ডাকাত দলের পাঁচ সদস্য | মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতের পেশ করা হয় | পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা হল কাওসার আলি (৫৭) ডাব্বু সবজি(৫০) নাসিম শেখ (৩২) সাহেব আলি (৩০) রিয়াজউদ্দিন (৩০) | এদের বাড়ি মালদহের ইংলিশ বাজার চাঁচল ও মানিকচক এলাকায় | ধৃতদের থেকে বেশ কিছু ধারালো অস্ত্রসহ লঙ্কার গুঁড়ো উদ্ধার করেছে পুলিশ | পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ জানতে পারে চাঁচলের কদলার মাঠ এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে | এই খবর পাওয়া মাত্রই চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং ডাকাত দলকে ধাওয়া করেন | ডাকাতদলের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ | বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় | গ্রেফতারের পর তল্লাশিতে তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র,লঙ্কা গুঁড়ো উদ্ধার করে| ধৃতদের মঙ্গলবার ছোটদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় | ঘটনার তদন্তে নেমে বাকি ডাকাতদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ |