দেবরীনা মণ্ডল সাহা :- করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে কার্যত চলছে লকডাউন | করোনাকালে অভিনব উদ্যোগ দেখা গেল হুগলির কোন্নগর নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের | এলাকার পরিবারদের বিনামূল্যে সবজি প্রদান করল তৃণমূল যুব কংগ্রেসের নেতারা | দোকানের মতো করে টেবিলের উপর সাজিয়ে রাখা নানান শাক সবজি থেকে মুড়িও|
স্থানীয় মানুষ এসে নিজেদের পছন্দের শাক সবজি সম্পূর্ণ বিনামূল্যে তুলে নিয়ে গেলেন | ব্যাগ হাতে যে কেউ চলে আসতে পারেন | নানা পদের সবজি নিতে পারেন একদম বিনা পয়সায় | এই অভিনব কর্মসূচি নেন নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের শতদ্রু কর সহ তৃণমূল যুব নেতারা তন্ময় দেব | লকডাউনে মানুষজনের রুজি-রোজগার নেই | হাতে টাকা পয়সারও অভাব | তাই চাল, ডাল, আলুর সঙ্গে রান্নার সবজিও প্রয়োজন| আর সেই প্রয়োজনটাই মেটাতে এই উদ্যোগ |
এভাবেই সাধারণ মানুষের হাতে সবজি তুলে দেওয়া হচ্ছে কোন্নগর নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের তরফে | যা পেয়ে খুবই খুশি এলাকার সাধারণ মানুষ | এদিন বিনামূল্যে সবজি নিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো |