নিজস্ব সংবাদদাতা,কোচবিহার :- চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে রাইফেল থেকেই গুলি চলেছিল, সূত্রের খবর, ফরেন্সিক ব্যালেস্টিক টিম এমনটাই জানিয়েছে সিআইডিকে|কিন্তু বাইরে গন্ডগোল হলে বুথে গুলি কেন? প্রশ্ন উঠেছে|প্রসঙ্গত, চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির গুলিকাণ্ডের তদন্তে সিট গড়েছে রাজ্যে|তদন্তের দায়িত্বে রয়েছে সিআইডি|তদন্তে তাদের সাহায্য করতেই সোমবার ফরেন্সিকের ব্যালেস্টিক টিম গিয়েছিল ঘটনাস্থলে | বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা। খতিয়ে দেখে ঘটনাস্থল | সূত্রের খবর, সোমবার সকালে সাড়ে এগারোটা নাগাদ জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ঢোকেন ব্যালেস্টিক টিমের সদস্যরা | এর পর ওই বুথের চারপাশ ঘুরে দেখেন তাঁরা | ব্ল্যাকবোর্ড ও ঘর থেকে নমুনা সংগ্রহ করা হয় | পরীক্ষা করে তাঁরা সিআইডিকে জানায়, স্কুলের দরজা, ব্ল্যাকবোর্ডে যে গুলি লেগেছে তা চলেছে রাইফেল থেকে | সূত্রের খবর, সিআইডির কাছে রিপোর্টও পাঠানো হয়েছে বলে খবর |সিআইডি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য| জানা গিয়েছে, ওই বুথের ভিতরেও গুলি ঢুকে গিয়েছিল | ব্ল্যাকবোর্ডে গুলি লাগে | বাইরে অশান্তি হলেও দরজা ভেদ করে কীভাবে ভিতরে গুলি গেল, তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর |