নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহারের দিনহাটায় | সোমবার অভিভাবক ও শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত পঁয়ত্রিশ হাজার মেইলের উপর নির্ভর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেন | সেই খবর জানতে পেরেই শোকে গলায় শাড়ি প্যাঁচ দিয়ে ‘আত্মহত্যা’ করে দিনহাটার আমবাড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী | জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম বর্ণালি বর্মণ | পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় | পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম বর্ণালী বর্মন, বয়স ১৬ | গোপালনগর হাই স্কুলের পড়ুয়া ছিল সে | ছাত্রীর পরিবারের দাবি, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় গত কয়েকদিন থেকে উদ্বিগ্ন ছিল ওই ছাত্রী| পরীক্ষা নিয়ে অবসাদে ভুগছিল সে | এরপর গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা বাতিল ঘোষণার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে | সেই অবসাদ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে বলেই পরিবারের অনুমান | পুলিশ জানিয়েছে, তার ঘর থেকে একটি লাল কালিতে লেখা নোট উদ্ধার হয়েছে | তাতে লেখা আছে বাবার সব ইচ্ছা সে পূরণ করতে পারল না | মৃত ছাত্রীর কাকা প্রসেনজিত বর্মন বলেন, অন্যান্য দিনের মত এদিন রাতেও পড়ার ঘরে দরজা বন্ধ করে পড়তে বসেছিল বর্ণালী | কিন্তু অনেক রাত হলেও বাইরে না বেরনোয় সন্দেহ হয় পরিবারের সদস্যদের | বহু ডাকাডাকির পর কোনও আওয়াজ না পেয়ে দরজা ভাঙেন তারা | তখনই সিলিং ফ্যান থেকে কাপড়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ওই ছাত্রীকে | সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় | সেখানে চিকিৎসকেরা বর্ণালিকে মৃত বলে ঘোষণা করেন | মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় | প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছে বর্ণালি | তবে এর পেছন অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা|