প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের ঘাসফুলে প্রত্যাবর্তন মুকুল রায়ের! আজই তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায় এমনটাই খবর সূত্রের | তবে এর আগে দুপুর দু’টোয় তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে | যেখানে থাকবেন অভিষেক ব্যানার্জি, থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও বলে সূত্রের খবর | সব ঠিক থাকলে,এ দিন বিকেলেই তৃণমূল ভবনে যাবেন মুকুল রায় | আর সেই খবর ঘিরেই তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে | মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল গত কয়েক দিন ধরেই | মুকুল ও শুভ্রাংশুর সঙ্গে তৃণমূল নেতাদের দূরত্ব যে ক্রমশ কমছিল, সেই ইঙ্গিত মিলেছিল আগেই | প্রসঙ্গত, বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল | যদিও প্রার্থী হতে তেমনটা রাজি ছিলেন না তিনি | তবে ভোটে জিতেছেন মুকুল | গত বিধানসভা নির্বাচনে তাঁকে লোকসভা নির্বাচনের মতো অতটা গুরুত্ব দেয়নি বিজেপি | এ নিয়ে অসন্তুষ্ট ছিলেন মুকুল, এমনটাই তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর | বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি |
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হয়ে বিধানসভায় গেলেও মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব না কি ক্রমশ চওড়া হচ্ছে | তাই অনুগামীদের নিয়ে সল্টলেকের বাসভবনে মাঝেমধ্যেই বৈঠক করছেন মুকুল | এমনকী, সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়ও বৈঠক করেছেন মুকুল রায়ের সঙ্গে | যিনি বেসুরো গাইতে শুরু করেছেন | ফলে সদলে তিনি তৃণমূল কংগ্রেসে তাঁরা ফিরবেন কি না, বেশ খানিকটা অস্বস্তিতে পদ্ম শিবিরে | প্রসঙ্গত, গতকাল সৌগত রায়ের মন্তব্যে জল্পনা আর জোরদার হচ্ছিল|বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বলেন, ‘শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেখানে মমতাকে নিয়ে প্রকাশ্যেই বাজে কথা বলেছে, সেখানে মুকুল রায় কখনও মমতাকে নিয়ে কটু কথা বলেননি |’ আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই খবর আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে|