Breaking News

‘মুকুল আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরল’মমতার হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন মুকুলের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাবতীয় জল্পনার অবসান | তিনবছর, আটমাস পর ফের ঘরের ছেলে ফিরলেন | মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে ‘ঘরে ফিরলেন’ মুকুল রায় | তার প্রত্যাবর্তনে মমতা ব্যানার্জী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল |’ আর খোদ মুকুল রায়ের মন্তব্য, ‘বিজেপিতে থাকতে না পেরেই তৃণমূলে ফিরে এসেছি’ | গত কয়েকদিন ধরেই মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা চলছিল | শেষমেশ সেই জল্পনাই সত্যি হল। ‘মুকুল রায়কে তৃণমূলে স্বাগত জানালাম’, বললেন পার্থ চট্টোপাধ্যায়| মুকুলের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন তাঁর পুত্র শুভ্রাংশু-ও | অভিষেকের হাতে উত্তরীয় পরে তৃণমূলে ফিরলেন মুকুল রায় |

মুকুল বললেন,”এই ঘরে আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে | পুরনো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে | বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন আঙিনায় দেখা হচ্ছে কথা বলতে পারছি | আমার ভালো লাগছে | বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে | সামনে থেকে বাংলাকে নেতৃত্ব দেবেন ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |”মুকুলের ঘরে ফেরা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওকে ধমকে চমকে বিজেপিতে নেওয়া হয়েছে | ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল, এখানে এসে ভালো লাগছে|’এক সময় মমতার পর তৃণমূলের সব চেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি | পরে যোগ দিয়েছিলেন বিজেপিতে | পশ্চিমবঙ্গ রাজনীতির ‘চাণক্য’ বলে পরিচিত মুকুল রায় ফের তৃণমূলে যোগ দিলেন | শুক্রবার বেলা সোয়া দুটো নাগাদ তৃণমূল ভবনে পৌঁছান মুকুল| তার মিনিট কয়েক আগে সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল ভবনে বেশ কিছুক্ষণ বৈঠক হয়| তারপরেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফেরেন মুকুল | মুকুল রায়কে ঘিরে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই | শুক্রবার সেই জল্পনার অবসান হলো| রাজনৈতিক মহলের মতে, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর্ব শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে, ৩১ মার্চ, ২০২১| সেদিন নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয় | মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায় | ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এসব এলাকায় না দিয়ে ওকে পাঠিয়েছে কৃষ্ণনগরে|’ কয়েকদিন আগে মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়| সূত্রের খবর, মুকুলের স্ত্রী’র খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও | রাজনৈতিক মহলের একাংশের মতে, তার জেরেই বরফ গলতে শুরু করে | অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল আসায় খুশি হন মুকুল খুব সম্ভবত সেদিনই মুকুল ঠিক করে ফেলেন তিনি তৃণমূলে ফিরবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *