নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- হাসপাতাল চত্বরে নার্সদের শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছে | সেই সঙ্গে অশ্লীল ইঙ্গিত ও কটূক্তিরও অভিযোগ উঠেছে| সেই মর্মে থানায় অভিযোগ জানিয়েছিলেন রামপুরহাটের এক সরকারি হাসপাতালের নার্সরা |সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে| জানা গেছে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সরা শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন থানায়|
সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে এক যুবককে গ্রেফতার করল পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আতিউর রহমান | ধৃত ব্যক্তি নলহাটির হরিসরার বাসিন্দা | নার্সদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হাসপাতাল চত্বরে বাইকবাহিনীর দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাঁরা| বেশ কয়েকজন যুবক বাইকে চেপে যেতে আসতে নার্সদের শারীরিক নিগ্রহ করত বলে অভিযোগ | এমনকি অশ্লীল ইঙ্গিত, কটূক্তি, শ্লীলতাহানি, যৌন নিগ্রহের শিকার হতে হয় তাঁদের | সম্প্রতি এই মাত্রাটি সীমা লঙ্ঘন করা বাধ্য হয়েই হাসপাতাল কর্তপক্ষকে বিষয়টি জানান নার্সরা | কিন্তু, হাসপাতালের তরফে কোনও সদর্থক উত্তর পাননি তাঁরা | তারপর রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নার্সরা | পাশাপাশি, নিজেদের নিরাপত্তার দাবি করে হাসপাতাল চত্বরে পুলিশ প্রহরা বসানোর আবেদনও জানান তাঁরা | নার্সদের অভিযোগ পেয়েই হাসপাতাল চত্বর থেকে অভিযুক্ত আনিসুরকে গ্রেফতার করে পুলিশ বাকি অভিযুক্তদেরও খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে রামপুরহাট থানা | সেই সঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হাসপাতাল চত্বরে পুলিশ প্রহরার বিষয়টিও ভাবনাচিন্তা করা হবে |