নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে মনমরা বিজেপি কর্মীরা | তার ওপরে মুকুল রায়ের তৃণমূলে ফেরায় সংগঠনের ফাটল আরও চওড়া হবে বলে আশঙ্কা | এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে টুইট করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত | এদিন টুইটে স্বপনবাবু লিখেছেন, ‘নির্বাচনে হারের মূল্যায়ণ করে আগামীর পথ ঠিক করবে বিজেপি | এই পদক্ষেপ গ্রহণের কাজ চলছে যার ফল ভবিষ্যতে পাওয়া যাবে| দলের নতুন বা পুরনো কর্মীদের ভেঙে পড়ার বা ঘরে ঢুকে যাওয়ার কোনও কারণ নেই | বাংলায় ২.২ কোটি মানুষের ভোট পেয়েছে বিজেপি|’ মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া | শুক্রবার এক প্রতিক্রিয়ায় মুকুল রায়কে ‘আবর্জনা’ বলে মন্তব্য করেন তিনি | তিনি বলেন, এই ধরণের দলবদলকারীদের কথা আর বিশ্বাস করবে না জনতা| এদিন বৈশালী ডালমিয়া বলেন, ‘রোলিং স্টোন হয়ে কোনও লাভ নেই | আগে ওনাদের কোথাও দমবন্ধ হয়ে আসছিল, এখন কোথাও দমবন্ধ হয়ে আসছে | আমার তো মনে হয় ওদের স্বাস্থ্যের কোনও সমস্যা আছে | তাই যেখানেই যাচ্ছেন ওনারা দমবন্ধ অনুভব করছেন। ওনার ব্যাপার উনি ভাল বুঝবেন |’বৈশালীর আরও দাবি, ‘আমাদের কর্মীদের মনোবল যেন ভেঙে দেওয়া না হয় | আমরা সবাই সঙ্গে আছি | আমরা এগিয়ে যাবো | কিছু আবর্জনা যদি কোথা থেকে সরে যায় কিছু এসে যায় না |’নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মনমরা বিজেপি কর্মীরা | তার ওপরে মুকুল রায়ের তৃণমূলে ফেরায় সংগঠনের ফাটল আরও চওড়া হবে বলে আশঙ্কা অনেকের | এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে টুইট করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত | এদিন টুইটে স্বপনবাবু লিখেছেন, ‘নির্বাচনে হারের মূল্যায়ণ করে আগামীর পথ ঠিক করবে বিজেপি | এই পদক্ষেপ গ্রহণের কাজ চলছে যার ফল ভবিষ্যতে পাওয়া যাবে| দলের নতুন বা পুরনো কর্মীদের ভেঙে পড়ার বা ঘরে ঢুকে যাওয়ার কোনও কারণ নেই | বাংলায় ২.২ কোটি মানুষের ভোট পেয়েছে বিজেপি|’ মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে নাম না করে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া | তিনি এদিন লেখেন, ‘আমি বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব দল থেকে জঞ্জাল দূর করুন |’
এদিন বৈশালী ডালমিয়া বলেন, ‘রোলিং স্টোন হয়ে কোনও লাভ নেই | আগে ওনাদের কোথাও দমবন্ধ হয়ে আসছিল, এখন কোথাও দমবন্ধ হয়ে আসছে | আমার তো মনে হয় ওদের স্বাস্থ্যের কোনও সমস্যা আছে | তাই যেখানেই যাচ্ছেন ওনারা দমবন্ধ অনুভব করছেন। ওনার ব্যাপার উনি ভাল বুঝবেন |’বৈশালীর আরও দাবি, ‘আমাদের কর্মীদের মনোবল যেন ভেঙে দেওয়া না হয় | আমরা সবাই সঙ্গে আছি | আমরা এগিয়ে যাবো | কিছু আবর্জনা যদি কোথা থেকে সরে যায় কিছু এসে যায় না |’