নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- তৃণমূলে ঘরে ফিরলেন মুকুল রায় | মুকুল রায় জোড়াফুল পতাকা দ্বিতীয়বার হাতে তুলে নেওয়ার আগেই বিস্ফোরক সৌমিত্র খাঁ | মুকুল রায়কে মিরজাফর বলে আক্রমণ করলেন ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ | অন্যদিকে অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘আশা রাখছি এবার থেকে বঙ্গ বিজেপির আগামী দিনের মিটিং গুলোতে নিয়ম-শৃঙ্খলা মেনেই আমন্ত্রণ পাব |’এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র দাবি, মুকুল চলে যাওয়ায় বিজেপি সমৃদ্ধ হল | ‘এরকম মীরজাফরদের চিহ্নিত করতে সুবিধা হল’ বলে মন্তব্য করেছেন সৌমিত্র | তিনি বলেন, ‘হেরে গিয়ে বুঝতে পারলাম, এই মীরজাফররা আমাদের রাজনৈতিক জীবন নিয়ে ছিনিমিনি খেলে |’
তাই দল শুদ্ধ হল বলেই মত সৌমিত্রের | তিনি মনে করেন, বিজেপি সনাতন ধর্মের জন্য লড়াই করে, তাই তাতে মীরজাফরদের জায়গা নেই | স্বাধীনতার পরে ফের বাংলা এক মীরজাফরকে দেখল বলে মন্তব্য করেছেন তিনি | অন্যদিকে এদিন সরাসরি দলের অন্দরে লবিবাজির অভিযোগ করে ফেসবুক পোস্ট করেন অনুপম |
শুক্রবার অনুপম হাজরা টুইটারে লেখেন, ‘নির্বাচন চলাকালীন ২-১ জন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবিবাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করা’র করুণ পরিণতি!!! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং!!! এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিৎ লবিবাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো |’