Breaking News

১০০ দিনের কাজ থেকে বঞ্চিত তৃণমূল সমর্থিত শ্রমিকরা বলে অভিযোগ,চাঁচলের ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা!

অভিষেক সাহা, মালদহ :- তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মিলছে না ১০০ দিনের কাজ | জবকার্ড থাকা সত্ত্বেও কাজ চাইতে গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামের অসহায় মানুষদের | এইবার এমনটাই অভিযোগ উঠেছে মালদহের চাঁচলের ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাঙরিয়া পাড়া গ্রামে | জানা গেছে,সেখানে পঞ্চায়েতের অধীনে চলছে পুকুর খননের কাজ | গ্রামের মহিলারা অভিযোগ জানিয়েছেন যে, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য তাঁদের নাকি ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করছেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা হালিমা বিবি এবং তাঁর স্বামী জাহাঙ্গির আলম | গ্রামবাসীদের দাবি,সেই কাজে নাম নথিভুক্ত রয়েছে কেবলমাত্র কংগ্রেস সমর্থিত শ্রমিকদেরই | ফলে কাজ না পেয়ে দিনের পর দিন হতাশ হচ্ছেন তৃণমূল সমর্থিত গরীব শ্রমিকরা|সার্জুনা বিবি নামে গ্রামের এক মহিলা জানিয়েছেন যে, তাঁর স্বামী লকডাউনের জেরে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন | সেই সময় গ্রাম পঞ্চায়েতের কাছে ১০০ দিনের কাজ চাইতে যায় সে | কিন্তু সেই সময় পঞ্চায়েতের কংগ্রেস সদস্যার স্বামী জাহাঙ্গির আলম তৃণমূলকে ভোট দেওয়া এবং সমর্থন করার জন্য ওই মহিলার স্বামীকে কাজ না দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগ | তৃণমূল সমর্থিত গ্রামবাসীরা এই বিষয় নিয়ে বিডিও-কে চিঠি দিয়েছেন | এছাড়া এলাকার বিধায়ককেও বিষয়টি জানানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *