দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেডিক্যাল কলেজ থেকে করোনায় জীবনদায়ী টসিলিজুম্যাব ইঞ্জেকশন উধাও কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর | কলকাতা মেডিকেল কলেজ থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত চিকিৎসক দেবাংশী সাহাকে| আপাতত তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের শীতলকুচির এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে|এরই পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজের সিস্টার ইনচার্জ এবং সিসিইউ ইনচার্জের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর | সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যায় অন্তত ২৬টি টসিলিজুম্যাব ইঞ্জেকশন | করোনা চিকিৎসায় এই ওষুধ জীবনদায়ী| যার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা | ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর | তারা তড়িঘড়ি তিন সদস্যের কমিটি গঠন করে শুরু করে জোরকদমে তদন্ত | আর তারা তদন্তের রিপোর্ট জমা দেয় স্বাস্থ্যভবনে | আর ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই দেবাংশীকে মেডিকেল কলেজ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় | তবে একইসঙ্গে প্রশ্ন উঠছে, বদলি কি যথাযোগ্য শাস্তির সমতুল্য? বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন | অনেকেরই দাবি, এমন কাজের জন্য বদলি কি যোগ্য শাস্তি?সেই সঙ্গে এখনও পর্যন্ত জানা যায়নি কেন এই লক্ষ লক্ষ টাকার ওষুধ চুরি করেছিলেন দেবাংশী, আর সেগুলি এখন কোথায় |