অভিষেক সাহা, মালদহ :- ভয়াবহ ঘটনা, গভীর রাতে জানালা দিয়ে পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি আততায়ীদের | অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা|আচমকা গুলি চালানোর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে মালদহের চাঁচল-২ নং ব্লকের মালতীপুর পঞ্চায়েতের সাঞ্চিয়া গ্রামে | পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তির নাম সাগর সরকার,পেশায় ট্রাক্টর চালক | পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে নিজের শোওয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন সস্ত্রীক এক সন্তান নিয়ে| তারই মধ্যে হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের | পরিবারের সদস্যদের হইচইয়ে ভিড় জমান প্রতিবেশীরাও |
সাগর সরকার জানান,বাড়িতে ঘুমিয়েছিলাম| হঠাৎ বিকট শব্দ হয় | তারপর দেখি কার্তুজের খোল ঘরের মেজেতে পড়ে রয়েছে | সাগরের প্রাথমিক অনুমান,এলাকার প্রতিবেশীর সাথে পুরোনা জমি সংক্রান্ত বিবাদ রয়েছে| তার জেরেই এই ঘটনা | এই বিষয়ে সাগরের স্ত্রী তনুশ্রী মন্ডল সরকার বলেন সন্তানকে নিয়ে স্বামীর পাশে ঘুমিয়েছিলাম | হঠাৎই বিকট আওয়াজ শোনা যায় ঘরের মধ্যে |তারপরে দেখি ঘরে নীচে লোহার কি যেন একটা পড়ে রয়েছে | হঠাৎ এমন ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে সাঞ্চিয়া গ্রামে | আতঙ্কগ্রস্থ পরিবারের সদস্যরাও | ঘটনার খবর পেয়ে সকালেই সাঞ্চিয়া গ্রামে ওই বাড়িতে পৌঁছায় চাঁচল থানার পুলিশ | এই বিষয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয় | পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে | এই ঘটনার পর থেকে এখনও থমথমে রয়েছে সাঞ্চিয়া এলাকা |