নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা:- সোদপুরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা | মৃতের নাম বনমালি মালিক | মৃতের পরিজনদের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের থেকে প্রাপ্ত বিমার টাকা হস্তগত করার জন্য রোগীকে আটকে রেখেছিল নার্সিংহোম কর্তৃপক্ষ | সুস্থও হয়ে উঠেছিলেন ওই রোগী | এরপর শনিবার রাতে আচমকাই মৃত্যু হয় তাঁর | এরপরই রবিবার ক্ষোভ প্রকাশ করে মৃতের পরিজনরা | তবে নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে | পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ঠা জুন বুকে ব্যাথা নিয়ে ব্যারাকপুরের বড় কাঠালিয়ার বাসিন্দা ৫০ বছর বয়সী বনমালি মালিক ভর্তি হন সোদপুরের একটি নার্সিংহোমে | পরিবারের দাবি, দিন তিনেক পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন | এরপর রবিবার তাঁকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেন পরিবারের সদস্যরা | এদিকে পরিবারের দাবি, তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ নানা কথা বলা শুরু করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে একথা জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ | এরপর শনিবার রাতেই তার মৃত্যু হয়। মৃতের ছেলে রবি মালিক বলেন, ‘আমার বাবার কী ধরণের চিকিৎসা হয়েছে সেটা আমি নার্সিংহোমের কাছে জানতে চেয়েছি | কিন্তু ওরা এই সংক্রান্ত কিছু বিষয় জানাতে চাইছেন না|চিকিৎসায় বড় গাফিলতি হয়েছে |’ মৃতের আত্মীয় শিবকুমার বাল্মিকী বলেন, ‘আসলে নার্সিংহোম স্বাস্থ্যসাথীর পুরো পাঁচ লাখ টাকাই আত্মসাৎ করতে চাইছিল | সেকারণে রোগীকে ওরা ছাড়তে চাইছিল না |’ এরপরই রবিবার ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিজনরা | নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলেও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ|