নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শোভন-বৈশাখীর |’রত্না ব্যভিচারিণী’ একটি ফেসবুক ভিডিয়োয় এমনটাই দাবি করলেন কলকাতার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের স্বামী শোভন চট্টোপাধ্যায় | রাতেই তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিয়ো শেয়ার করেন, সেখানেই রত্না সম্পর্কে মুখ খুলতে দেখা গেল শোভনকে | একই সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তারা নিজেদের কথার প্রমাণ দিতে চাইলেন|ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন,’রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী আচরণের জন্যই আমি ডিভোর্সের পথে হেঁটেছিলাম |চার বছর আগে বিবাহ বিচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা একেবারেই সঠিক সিদ্ধান্ত | আমি বাচ্চা নই | রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরেই আমি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলাম |’শুধু রত্নাই নয়, তিনি ছেলে ঋষিকেও প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুললেন শোভন | এদিনের ভিডিয়োতে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় | তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘কানন-মমতা’ সম্পর্ক নষ্টের নেপথ্যে রয়েছেন রত্না চট্টোপাধ্যায় | বৈশাখীর আরও দাবি, ‘আমাকে ঢাল করে নিজের কুকীর্তি লুকাতে চাইছেন রত্না | ভুল বুঝিয়ে নিজে ‘শ্রীময়ী’ হয়ে তাঁকে বানাতে চাইছেন ‘জুন আন্টি’ |তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে রত্না চট্টোপাধ্যায় বলেন ‘আমি পাড়ার লোকেদের সঙ্গে আড্ডা মারলে সেটা প্রেম হলে কিছু বলার নেই |যার স্বভাব যেমন সে সেটাকে মনে করে |’শোভনের বিষয়ে রত্না বলেন ‘শোভনের আর রাজনীতি করার ইচ্ছা নেই | যতক্ষণ না এই সম্পর্ক থেকে বেরোবেন ততদিন রাজনীতি করতে পারবেন না বলেও মন্তব্য রত্নার |’