দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যাবেন বিজেপি বিধায়করা বলে সূত্রের খবর | রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন তাঁরা | রাজ্যপালের কাছে দলত্যাগ বিরোধী আইন নিয়ে কথা বলবেন তাঁরা বলে সূত্রের খবর | আজ বিকেল ৪টের সময় তাঁরা সেখানে যাবেন | দ্রুত কিছু করার আর্জি রাখবেন তাঁরা | কারণ তা না হলে কাউকে আটকানো যাবে না | এই বিধায়কদের আটকাতেই তদ্বির করতে যাচ্ছেন তাঁরা বলে সূত্রের খবর |কয়েকদিন আগেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী | কিন্তু এখন শুভেন্দুর নামেই নানা থানায় এফআইআর দায়ের হয়েছে। রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডি তদন্ত করতে পারে বলে খবর | এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী | এরপর আচমকাই রাতারাতি শুভেন্দু অধিকারীকে তলব করে কেন্দ্রীয় নেতৃত্ব | গত সোমবার দিল্লিতে যান শুভেন্দু অধিকারী| দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে| দিল্লিতে অমিত শাহের বাসভবনে প্রায় মিনিট পনেরো বৈঠক করেন তিনি | সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই আলোচনা করেন |তারপর দিনই দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে | সেখানেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ৩৫৬ ধারা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর | এখন মুকুল রায় বিজেপি ত্যাগ করতেই বোঝা যাচ্ছে দলের ভাঙন আসন্ন | এই ভাঙন আটকানো না গেলে সংগঠন জেলায় জেলায় মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে | তাই এখন রাজ্যপালের দরবারে গিয়ে পথ খুঁজতে চাইছেন বিজেপি বিধায়করা | আজ রাজ্যপালের সঙ্গে এই পরিস্থিতি নিয়েই বৈঠক করবেন বিজেপি বিধায়করা |