নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নিউটাউন এনকাউন্টার কাণ্ডে আটক আরও ৪ | সোমবার সকালে ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়েছে বলে খবর | আপাতত ভাঙড় থানায় ওই চারজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা ও বিধাননগর পুলিশ | তারা কীভাবে এই এনকাউন্টার কাণ্ডের সঙ্গে যুক্ত তাও খোলসা করে জানায়নি পুলিশ নিউটাউন এনকাউন্টারের পর থেকেই এলাকায় কড়া নজর রাখা হচ্ছিল|পুলিশ সূত্রে খবর, দেখা যায় কাশীপুরের একটি নির্মিয়মান বহুতলের একটি ঘরের মধ্যে চারজনে মিলে থাকছেন | প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা বলে খবর | এরপরই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয় | চলছে জিজ্ঞাসাবাদ | জয়পাল ভুল্লার এবং জসপ্রীত জসসির সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কিনা কিংবা এ শহরের আস্তানা তৈরিতে দুই গ্যাংস্টারকে এই চারজন কোনও সাহায্য করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর |তবে এর সঙ্গেই দেখা হচ্ছে কীভাবে গোয়ালিয়র থেকে কলকাতায় গাড়ি চালিয়ে এসেছিল গ্যাংস্টাররা |লকডাউন পরিস্থিতিতে কেন তাদের আটকানো হয়নি সেই প্রশ্ন উঠছে | এসবের মধ্যেই পুলিশের হাতে এসেছে নতুন তথ্য| প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের সঙ্গী ভরত কুমার হরিয়ানার এক পুলিশ কর্মী অমরজিৎ সিংয়ের আইডি ব্যবহার করেছিল | কিন্তু সেই আইডি কীভাবে ভরত কুমারের হাতে এল? তবে কী হরিয়ানা পুলিশের একাংশ তাদের পালাতে সহায়তা করেছিল? এসব প্রশ্নের উত্তর পেতে অমরজিৎকে জেরা করছে পঞ্জাব পুলিশ | এদিকে রাজ্য পুলিশ জানার চেষ্টা করছে দুষ্কৃতীরা বাংলায় এসে আশ্রয় নিল কেন? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভরত কুমার শ্বশুরবাড়ি বাংলায় | সেই সূত্রে তাদের একটা যোগাযোগ ছিল | কিন্তু এত অস্ত্র এল কোথা থেকে? এসব প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের |