নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ২ মত্স্যজীবীর মৃতদেহ উদ্ধার হল|এখনও একজন নিখোঁজ | মৃতদের নাম রুপেশ খাড়া(২০) ও কাশীনাথ শিট(৪২) | দুজনেরই বাড়ি কাঁথিতে এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩জন | শনিবার রাতে হলদি নদীতে আচমকা উলটে গিয়েছিল একটি ট্রলার | ট্রলারে থাকা ১৪জন উত্তাল নদীতে তলিয়ে যান | পরবর্তী সময়ে প্রদীপ মান্না নামে ট্রলার চালকের নিথর দেহ উদ্ধার হয় | ৯জন কোনওরকমে সাঁতরে পাড়ে উঠেছিলেন | অপর একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় | এদিকে বাকিদের খোঁজে তল্লাশি চলছিল নদীতে | এরপর সোমবার সকালে নন্দীগ্রামের কেন্দামারি সাগর ঘাট থেকে কিছুটা দূরে কাঁটাখালির কাছে নদীর জলে ভাসতে দেখে এলাকার মানুষ | নৌকোয় মাঝ নদী থেকে দু’জনের দেহ তুলে আনেন এলাকাবাসী | পরে এনডিআরএফের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া দুই মৎস্যজীবীর দেহ | কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ খোকন সিট নামে অপর এক মৎস্যজীবী |
নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে পুলিশের পাশাপাশি তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ও এনডিআরএফ | শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে যায় | রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময়ই দুর্ঘটনাটি ঘটে | এই ঘটনার পর উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট নিয়ে তল্লাশিতে নামে |উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হয় রিভার ট্রাফিক পুলিশ স্পিড বোট নিয়ে তল্লাশি চালায় | এরপর ট্রলারডুবির প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার হল অপর দুই মৎস্যজীবীর দেহ |