প্রসেনজিৎ ধর, কলকাতা :- দেশজুড়ে এখনও কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জারি রয়েছে কৃষকদের | সেই আবহে এবার সিঙ্গুরে জমি সংক্রান্ত আইন পাশের ১০ বছর পূর্তিতে কেন্দ্রকে নিশানায় রেখেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার টুইটারে মমতা লেখেন, ‘দেশজুড়ে কৃষকদের যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছে|’ কৃষকদের দুর্দশার অভিযোগ তুলে কেন্দ্রকে আরও একবার তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো | একইসঙ্গে বার্তা দেন, কৃষক-স্বার্থে তাঁর লড়াই চলবে|সোমবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দশ বছর আগে এই দিনেই রাজ্য বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল ২০১১ পাশ হয় | বহু লড়াই ও বিতর্কের পর ওই বিল পাশ হয়েছিল | কৃষকদের অধিকার, অভিযোগকে সামনে আনা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার জন্য আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করেছি, করব |’
কৃষকদের প্রতি কেন্দ্রের আচরণ নিয়েও তোপ দাগেন মমতা | তিনি বলেন, “কেন্দ্রের উদাসীনতার জন্য জাতীয় ক্ষেত্রে কৃষকদের নানা দুর্ভোগ হচ্ছে, এটা আমাকে কষ্ট দেয় | আসুন, আমাদের সমাজের মেরুদণ্ডকে সুরক্ষিত করার স্বার্থে আমাদের যৌথভাবে লড়াই চালিয়ে যেতে হবে | কৃষকদের অধিকার আমাদের অগ্রাধিকার |”প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবার পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসার পর সে বছরেই ১৪ জুন বিধানসভায় সিঙ্গুরের জমি আইন পাশ হয়েছিল | মমতা শিবিরের সেই লড়াইয়ের কথা স্মরণ করিয়েই এদিন টুইট করেন মুখ্যমন্ত্রী | প্রসঙ্গত ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত গত সপ্তাহে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন | কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে জাতীয় স্তরে মিছিল করার ব্যাপারে তাঁকে আশ্বাস দিয়েছিলেন মমতা | রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত হিন্দি বলয়ে কৃষকদের পাশে থাকে বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠতে পারেন মমতা |