Breaking News

‘স্কুল খুললে সরকারের খরচ, বার খুললে সরকারের লাভ’‌,নিষেধাজ্ঞা প্রসঙ্গে ফের রাজ্যকে খোঁচা দিলীপ ঘোষের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিতর্কিত মন্তব্যে জুড়ি মেলা ভার দিলীপ ঘোষের | এবার তিনি করোনা ভাইরাসের জেরে রাজ্য সরকারের ঘোষিত বিধিনিষেধ নিয়েও বিতর্ক তৈরি করেছেন | করোনা ঠেকাতে আপাতত বন্ধই থাকছে বাস, লোকাল ট্রেন এবং মেট্রো, নবান্নে এই কথা জানিয়েছেন মুখ্যসচিব | শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে | তবে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকলেও ৩০ জুন সন্ধ্যে ৬টা পর্যন্ত বিধিনিষেধে একগুচ্ছ ছাড় ঘোষণা করল রাজ্য সরকার | নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ২৫% কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হবে | সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে বেসরকারি সংস্থা | খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্তে হোটেল, বার, রেস্তোরাঁ খোলা | এই বার খোলা নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিতর্ক তৈরি করেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ | এই বিষয়ে তিনি বলেন, ‘‌স্কুল খোলা থাকলে রাজ্য সরকারের খরচ হয় | আর বার খোলা থাকলে সরকারের লাভ হয় | তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময় বার খোলার অনুমতি দেওয়া হয়েছে |’‌ আবগারি দফতর থেকে রাজ্যের রাজস্ব আদায় হয় ঠিকই | কিন্তু স্কুল খোলা থাকলে ছাত্রছাত্রীদের করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে | কারণ এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। সেখানে একজন সাংসদের এই মন্তব্য নিঃসন্দেহে বিতর্কের সৃষ্টি করছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *