নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতা| তাঁকে ভোটে দাঁড় করানোর কারণেই এলাকায় হেরেছে দল | এই অভিযোগে মঙ্গলবার ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মী সমর্থকরা | অভিযুক্ত নেতার দুর্নীতি কারণেই এলাকায় দলের ভাবমূর্তি খারাপ বলেও দাবি করেন তাঁরা |মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ঝাঁকরার ঘটনা | পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশকে |বিজেপির এই গোষ্ঠী কোন্দলের ঘটনায় তাদেরকেই বিঁধেছে তৃণমূল |জানা গেছে, মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ঝাঁকরার বিজেপি নেতা রূপম মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলের কর্মীদের | সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাঁর বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা | সেই সঙ্গে স্লোগান তোলেন , “রূপম মল্লিক দূর হঠো” | বিক্ষোভকারীদের দাবি, “অনেক যন্ত্রণা সহ্য করেছি | আজ বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি | ওনার দুর্নীতির জন্যই এলাকায় দলটা একেবারে শেষ হয়ে গেছে |” তাঁদের আরও অভিযোগ, ওই বিজেপি নেতা এলাকার এক প্রবীণ বিজেপি কর্মীর বাড়িতে গুন্ডা নিয়ে গিয়ে মারধর করেছেন|কিন্তু সাংগঠনিক স্তরে ঘটনার মৌখিক, লিখিত অভিযোগ জানিয়েও কোনও বিচার পাওয়া যায়নি | বিজেপি নেতা পয়সা দিয়ে লোকের মুখ বন্ধ করে রাখেন বলেও অভিযোগ | একই সঙ্গে, বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের প্রেসিডেন্টও রূপম মল্লিকের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা|রূপমবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরনো বিজেপি কর্মীদের ক্ষমতার বলে পদচ্যুত করেছেন | সকলকে সামাজিক ও রাজনৈতিক ভাবে কোণঠাসা করেছেন | কেউ তাঁর ভয়ে মুখ খুলতে পারেন না, কারণ প্রতিবাদ করলেই হামলা করা হয় | অন্যদিকে বিজেপির এই গোষ্ঠীকোন্দল নিয়ে এলাকার এলাকার তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “বিজেপির বিষয়ে মন্তব্য করার কিছুই নেই | বিজেপির এই স্বভাবের জন্যই মানুষ বিজেপি থেকে সরে গিয়েছে| ”যদিও বিজেপি নেতার দাবি, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর কাজ এই ঘটনা | বিষয়টি তিনি দলকে জানাবেন |