Breaking News

নিরপেক্ষ নির্বাচনের দাবি বিরোধী দলনেতা আব্দুল মান্নানের

নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ | বৃহস্পতিবার রাজ্যে সব রাজনৈতিক দলের অভাব অভিযোগ নিয়ে তাদের সঙ্গে বৈঠক করার কথা নির্বাচন কমিশননের | আর তার আগেই একুশের নির্বাচন নিয়ে বিস্ফোরক বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান | তৃণমূল এবং বিজেপি ২ টো দলই নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইভাবেই জবাব দিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান | এমনকি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বলেও এদিন দাবি করেন আব্দুল মান্নান | নির্বাচন যে নিরপেক্ষ ভাবে হবে না সে বিষয়ে কংগ্রেস একেবারেই আশাবাদী নয় এমনই সুর শোনা গেল কংগ্রেস নেতার কথায় | বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একুশের নির্বাচন করার দাবি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করলে তা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার | আর রাজ্য বাহিনী দিয়ে নির্বাচন করলে তা নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার | তাই তারা শুধু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছেন বলেই স্পষ্ট করে দিলেন আব্দুল মান্নান |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *