দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী অমিত ভাটিয়াকে গ্রেফতার করল পুলিশ | দেবশ্রীর স্বামী অমিত ভাটিয়াকে শুক্রবার রাতে বাগুইআটির জ্যাংরা থেকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ | অমিতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ-সহ একাধিক অভিযোগ এনেছেন দেবশ্রী | শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে বলে | চলতি বছর এপ্রিলেই অমিত ভাটিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায় |
২ এপ্রিল ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সাত বছরের বন্ধুত্বকে দাম্পত্যে রূপান্তরিত করেন দেবশ্রী-অমিত|অভিযোগ, বিয়ের ১০ দিনের মাথায় নানাভাবে অত্যাচার শুরু হয় দেবশ্রীর উপর| পুলিশ সূত্রে খবর, ১৭ তারিখ রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক রাজ চক্রবর্তীর বড় শ্যালিকা | তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৭৭, ৫১১ এবং ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে | বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছে | ২০১৪-য় এক অফিসে কাজের সূত্রে বন্ধুত্ব অমিত-দেবশ্রীর | ২০২১-এ দেবশ্রীকে প্রেম নিবেদন করেন অমিত | তারপরই গত এপ্রিলে বিয়ে করেন তাঁরা |নায়িকার দিদি, দেবশ্রীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অমিত ভাটিয়াকে | আজ অভিযুক্তকে বারাসাত কোর্টে তোলা হবে |