দেবরীনা মণ্ডল সাহা :- হলদিয়ামুখী কনটেনার জাহাজের তেলের ট্যাঙ্ক ফুটে হলে বঙ্গোপসাগরে ছড়াল জ্বালানি তেল | শনিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে একথা জানানো হয়েছে | এমভি ডেভন নামে পর্তুগিজ জাহাজটির শনিবার সন্ধ্যায় হলদিয়া বন্দরে প্রবেশ করার কথা ছিল | কিন্তু তেল নির্গমণ বন্ধ না হলে সেটিতে বন্দরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ | ওই জাহাজের ট্যাঙ্ক ফেটে ১০ কেএল অর্থাৎ ১০ হাজার লিটার তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ায় বড়সড় সমস্যা দেখা দিয়েছে | চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা | পরিবেশবিদরাও উদ্বেগ প্রকাশ করেছেন | ভারতীয় উপকূলরক্ষীদের তরফে এক টুইটে জানানো হয়েছে, এমভি ডোভন নামে ওই জাহাজ থেকে এখনো পর্যন্ত ১০,০০০ লিটার জ্বালানি তেল সমুদ্রের জলে মিশেছে | চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে জাহাজটি | সেটিকে সারিয়ে তোলার কাজ চলছে | হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (ট্রাফিক) অভয় মহাপাত্র জানান, “জাহাজটির শনিবার রাতে হলদিয়া ডকে ঢোকার কথা ছিল| তার আগে জাহাজটিকে স্যান্ডহেডে পৌঁছলে রিপোর্টিং করতে হবে নিয়ম মেনে | ওই জাহাজ অয়েল স্পিল আটকাতে পারলে তবে বন্দরে ঢোকার ছাড়পত্র পাবে | বিপদগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছিল |”বঙ্গোপসাগরে জ্বালানি তেল মেশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাস্তুতন্ত্রবিদ ও জীববিদরা জাহাজটিতে এখনো প্রায় ১ লক্ষ লিটার তেল রয়েছে বলে জানা গিয়েছে | শনিবার সন্ধ্যায় জাহাজটির হলদিয়া বন্দরে পৌঁছনোর কথা ছিল। কিন্তু দুর্ঘটনাটি ঘটায় আপাতত ২০ জুন সেটি হলদিয়ায় পৌঁছবে বলে খবর | আপাতত চেন্নাই কোস্টগার্ড নিজেদের হেফাজতে নিয়ে তা মেরামতের কাজে হাত লাগিয়েছে | ১৭ জন ক্রু এই জাহাজে আছেন বলে জানা গিয়েছে | জানা গিয়েছে, জাহাজের ট্যাঙ্কে থাকা ১২০ কেএল অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার লিটার লো-সালফার জ্বালানি তেল ছিল | তার থেকে ১০ হাজার লিটার সমুদ্রে মিশেছে | ইলিশের মরশুমে ওই তেল সমুদ্রে মেশায় চিন্তায় মৎস্যজীবীরা |