Breaking News

সারদা মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিন, নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সারদা মামলায় বড়সড় মোড় | জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায় | আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে জামিন পান দেবযানী মুখোপাধ্যায় |এ রাজ্যে তাঁর বিরুদ্ধে চলা সিবিআই-এর সব মামলা থেকে মুক্তি পেলেন তিনি | তবে শুধু এ রাজ্যে নয়, তাঁর বিরুদ্ধে ভিনরাজ্যেও মামলা চলছে | অসম এবং ভুবনেশ্বরে দেবযানীর নামে মামলা রয়েছে, সেগুলি থেকে আপাতত জামিন পাচ্ছেন না তিনি | সারদা মামলায় আর্থিক তছরুপের অভিযোগে সুদীপ্ত সেনের সঙ্গেই গ্রেফতার করা হয় দেবযানীকে | সেই মামলায় এতদিন বাদে জামিনে ছাড়া পেলেন দেবযানী |শনিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে| মামলার শুনানিতে দেবযানীর পক্ষের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় সওয়াল করেন যে, এই মামলায় যাঁরা মূল অভিযুক্ত ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন | কিন্তু দেবযানী সারদার শুধুমাত্র একজন কর্মী ছিলেন | তা সত্ত্বেও এতদিন তাঁকে জেলে বন্দি করে রাখা হয়েছে | আইনজীবীর আরও অভিযোগ, সিবিআই ইচ্ছে করে তাঁর জামিনে বাধা দিচ্ছে | পাশাপাশি আইনজীবী করোনার পরিস্থিতির কথাও আদালতে উল্লেখ করেন | গত ১৫ জুনের শুনানিতে হাইকোর্টে দেবযানীর জামিন সংক্রান্ত মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় সিবিআই | তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | একইসঙ্গে সিবিআইকে ভর্ৎসনা করে আদালত প্রশ্ন করে, কেন এই মামলা পিছোতে চাইছে তারা?‌ গত ১৬ জুন এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয় | এদিন জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত | তবে কলকাতার বাইরে থাকা মামলা গুলি থেকে এখনই নিষ্পত্তি পাচ্ছেন না দেবযানী |তবে অন্য রাজ্যে মামলা চলায় এখনই মুক্তি পাবেন না তিনি | প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন | একই সঙ্গে গ্রেফতার হন সারদার জুনিয়র এগজিকিউটিভ দেবযানী মুখোপাধ্যায়| তারপর থেকে দু’জনেই জেলে রয়েছেন | সারদা মামলায় একাধিকবার শুনানি ও বিচারপর্বের শেষে আজ কলকাতার সমস্ত মামলা থেকে নিষ্পত্তি পেলেন দেবযানী | কিন্তু এখনও সারদা মামলায় জেলেই থাকতে হবে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *