Breaking News

বেহাল রাস্তা সংস্কারের দাবি! টায়ার জ্বালিয়ে ও রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের, মালদহের চাঁচল-এর ঘটনা

অভিষেক সাহা, মালদহ :- বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কালসার চেহারা | বেহাল রাস্তা পুনঃ নির্মাণের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ধানের চারা পুঁতে শনিবার বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা|মালদহের চাঁচল-এর পাঞ্চালি এলাকা থেকে ওমরপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল | সবে তিন মাস হল নির্মাণের কাজ | আর তিন না যেতেই মাস উঠে আসলো রাস্তার বেহাল দশার চিত্র | তারই প্রতিবাদে এদিন গ্রামবাসীরা ঘন্টা দুয়েক রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে ও ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাল |

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে প্রায় ১০টির বেশি গ্রামের মানুষ যাতায়াত করে | কিন্তু বর্তমানে বেরিয়ে এসেছে ওই রাস্তার কঙ্কালসার চেহারা | অধিকাংশ রাস্তায় ছোট বড় গর্ত আর ওই গর্তে বৃষ্টির জমা জল ভরে এক ঝলক দেখলে মনে হবে রাস্তা না কোনো এক ডোবা | ওই রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা বর্তমানে পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে | রাস্তার মাঝে মাঝে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তায় বলে অভিযোগ বাসিন্দাদের | রাস্তা বেহাল হওয়ায় বর্ষার শুরুতেই চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে | এক হাঁটু কাদা ভেঙে পারাপার করতে হয় স্থানীয়দের | তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থা ছিলো| তিনমাস হয়েছে রাস্তাটি নির্মাণ হয়েছে আবার তারই মধ্যে রাস্তার করুণ দশা | তাই আবার ওই রাস্তার পুনঃনির্মাণ এর দাবি তুলে এদিন প্রায় ঘন্টা দুয়েক রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে ও ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *