নিজস্ব সংবাদদাতা :- গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুলকে ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার ফের আসানসোলের সিবিআই আদলতে তোলা হয়৷ এদিন আসানসোলে বিচারক জয়শ্রী ব্যানার্জির এজলাসে সিবিআইএর পক্ষ থেকে যেমন আইনজীবী রাকেশ কুমার উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন এনামুলের আইনজীবী শেখর কুণ্ডুও। দীর্ঘ কয়েক ঘন্টা দুই পক্ষের আইনজীবীদের শুনানির পর আসানসোলে সিবিআই আর বিশেষ আদালতের বিচারক এনামুল হককে ৩রা ফেব্রুয়ারী অর্থাৎ ১৪দিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে জেল হেফাজতে যাবার সময় এদিন এনামুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এমনকি এই প্রসঙ্গে এনামুলের আইনজীবী শেখর কুন্ডু জানিয়েছেন তাঁর বেল খারিজ করে হয়েছে। প্রসঙ্গত, গত মাসেই দিল্লি থেকে এনামুলকে গ্রেফতারের পরই জানা যায়, এই পাচার চক্রের সঙ্গে রাঘব বোয়ালরা যুক্ত। এমনকি সিবিআই এর সন্দেহের তালিকায় রয়েছে বসিরহাট, বনগাঁ, মুর্শিদাবাদ সীমান্ত সংলগ্ন বেশ কিছু ব্যবসায়ী। অন্যদিকে এই কেসে ব্যবসায়ী রাজেন পোদ্দার ও বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পেয়েছেন সিবিআই কর্তারা।
Hindustan TV Bangla Bengali News Portal