Breaking News

‘দুয়ারে গঙ্গা, দুয়ারে বন্যা আগে সামাল দিন উনি’,কলকাতার জমা জল নিয়ে ফিরহাদ হাকিমকে কটাক্ষ প্রাক্তন সতীর্থ শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-“এখন তো দুয়ারে গঙ্গা, দুয়ারে বন্যা চলছে | তাই এত কথা না বলে আগে জল বের করুন |” কলকাতায় জল জমার কারণ নিয়ে শনিবার সেচ দফতরের কাজের দিকে আঙুল তুলেছিলেন ফিরহাদ হাকিম | রবিবার সেই অভিযোগেরই পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিম | শনিবার ফিরহাদ হাকিম বলেন, ‘কলকাতা পুরসভার তরফ থেকে আমরা সেচ দফতরকে গত তিন বছর ধরে বলে এসেছি, অবিলম্বে খালগুলির অবস্থা দেখে একটা তালিকা দিতে |মন্ত্রীমশাইকেও আমি সরাসরি বলেছিলাম | তারপর মন্ত্রীমশাই আধিকারিক পাঠিয়ে দু-একটি জায়গায় পর্যবেক্ষণ করিয়েছিলেন |কিন্তু ড্রেজিং করাননি|’সেটাকেই ইস্যু করেই ববিকে পাল্টা দিতে রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, “আগে ওঁকে বলুন কলকাতা শহরে জমে থাকা জল বের করতে | কীভাবে জল বের করা হবে, আগে সেটা ঠিক করা হোক | এখন তো দুয়ারে গঙ্গা, দুয়ারে বন্যা চলছে | তাই এত কথা না বলে আগে জল বের করুন |” তিনি আরও বলেন, “আমফানের সময় কী হয়েছিল আমরা সকলেই দেখেছি | তাই এখন কথা না বলে দুয়ারে গঙ্গা সামাল দিক|”শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগের পর থেকেই ফিরহাদ হাকিম অর্থাৎ প্রাক্তন সতীর্থর সঙ্গে তাঁর দ্বৈরথ সামনে আসে | যত দিন যাচ্ছে তা আরও প্রকট হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *