প্রসেনজিৎ ধর, কলকাতা :- টলিউডে এখন চর্চিত বিষয় কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-শ্রীময়ী চট্টরাজ এর ত্রিকোণ সমীকরণ | মানসিক নির্যাতনের অভিযোগ এনে নিউ আলিপুর থানায় স্বামী কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় | রবিবার চেতলা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন কাঞ্চনও | অভিযোগ, তাঁকে ও শ্রীময়ীকে নিগ্রহ করেন তাঁর স্ত্রী পিঙ্কি ও তাঁর দাদা | পাশাপাশি, বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রবীণ অভিনেত্রী তথা পিঙ্কির সম্পর্কিত ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়ও |
সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে পিঙ্কির বাবার মাসি | সেই সূত্রেই তিনি কাঞ্চনের দিদিশাশুড়ি| পিঙ্কি-কাঞ্চনের সমস্যার কথা জানা পর্যন্ত খুই টেনশনে আছেন বর্ষীয়ান অভিনেতা | কারণ, পিঙ্কির সঙ্গে বিয়ের পরে অনেকবারই কাঞ্চন তাঁর বাড়িতে এসেছেন | অভিনেতা হিসাবে কাঞ্চনকে তাঁর যথেষ্ট পছন্দ, নাতজামাই হিসাববেও কম পছন্দের ছিলেন না | কিন্তু সমস্যার কথা নাতনি পিঙ্কির কাছে শুনে যিনি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে ওঠেন | গোটা ঘটনা জানার পরেই ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন| সেই খবর পেয়ে পিঙ্কি এবং তাঁর দাদা শনিবারেই দেখা করতে যান নিউ আলিপুরে, ঠাকুমার বাড়িতে |সাবিত্রীদেবী আরও জানান,শ্রীময়ীকে নিয়ে কাঞ্চন যখন তাঁর সঙ্গে দেখা করতে যান | তখন তিনি কাঞ্চনকে পরামর্শ দিয়েছিলেন যাতে পিঙ্কির কথা শোনার জন্য অপেক্ষা করেন | তবে তিনি অভিনেতা ক্ষু্ব্ধ কাঞ্চনের ‘বান্ধবী’ শ্রীময়ীর ব্যবহারে | সাবিত্রী চট্টোপাধ্যায় সেই সময় কাঞ্চনকে বোঝানোর চেষ্টা করেন, পিঙ্কি এখনই কথা বলতে না চাইলে কাঞ্চনের অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ | কাঞ্চন নাকি সে কথা মানতে চাননি | সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন,আমার পিঙ্কিকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে |