নিজস্ব সংবাদদাতা :- বিজেপিতে যাবেন বলেই কি বেসুরো উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল?রাজ্যে জুড়ে দিন দিন তৃণমূলের বেসুরোদের সংখ্যা বাড়ছে।হাওড়া জেলায় রাজীব ব্যানার্জি তো হুগলি জেলায় প্রবীর ঘোষাল।একুশের নির্বাচনের আগে দল বেকায়দায় পড়ছে এই বেসুরদের জন্য এমন টাই মনে করছে রাজনৈতিক মহল |
গতকাল হুগলি জেলায় সভা করতে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দুর সভার কয়েক ঘন্টা আগেই উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ফের বেসুরো।প্রবীর ঘোষালের দাবি আমাকে ফোন করে একজন বলছেন কোন্নগড়ের নৈটি রোডে আপনি আসেন না,এই রাস্তার বেহাল অবস্থা,আপনাকে ভোটে হারাবে বলেই এই রাস্তা ঠিক করছে না।ভোটে বিপদে ফেলতেই আমার এলাকার উন্নয়ন ঠিক করে করছে না বলে দাবি ।এদিকে এই ঘটনার পর হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন উনি আমার দলের বিধায়ক,কোথাও কোনো অসুবিধা হলে দলের রাজ্যে সভাপতি আছেন কথা বলবেন।আমার কাজ হচ্ছে দলের কাজ করা।সামনেই দিদি আসছে আমাদের জেলায় সেখানে দলের সব নেতাদের নিয়ে ওখানে যাওয়া এটাই এই মুহূর্তে সব থেকে বড়ো কাজ আমাদের।কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা।এর আগেও বেশ কয়েকবার সংবাদমাধ্যমের সামনে বলেছেন প্রবীর ঘোষাল তার পরেও কাজ হয় নি ওই রাস্তার।যদিও কোন্নগরের কানায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন উনি ভোটের টিকিট পেলে তো ভোটে দাঁড়াবেন। গত ৫ বছর বিধায়ক হিসেবে ওনার পারফরম্যান্স ঠিক ছিলো না এখন ভোট এসেছে তাই কাঁদছে।