দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার রাজ্যের বিরুদ্ধে পাল্টা মামলা করার পথে হাঁটতে চলেছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গায় মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলে সূত্রের খবর | রাজ্যের কয়েকজন আইসি এবং পুলিশ সুপারের বিরুদ্ধে মূল অভিযোগ শুভেন্দুর |
এই বিষয়ে শুভেন্দু একটি টুইট করে লিখেছেন, ‘ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে | এই অবস্থায় এসপি ,আইসি-দের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রস্তুতি নিতে এক ঝাঁক আইনজীবীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি |’এদিকে নন্দীগ্রাম রায় ইস্যুতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন. তখনই অবশ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন সে সময়ে তিনি বলেছিলেন, “যে কারোরই আদালতে বিচার চাওয়ার অধিকার রয়েছে | আমাদেরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে| আমরাও আদালতে যাব|”এদিকে উল্লেখযোগ্যভাবে, রাজ্যপাল ধনখড়ের দিল্লি সফরের আগে শুভেন্দু রাজভবনে গিয়েছিলেন|আবার রাজ্যপাল কলকাতায় ফিরে আশার পরই রাজভবনে যান শুভেন্দু | বারংবার রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর এই বৈঠক রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের |