নিজস্ব সংবাদদাতা :- শিয়রে বিধানসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি গঠন করছে বাংলার শাসক দল। এমনকি ভোট মাথায় রেখে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য, মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন। আপাতত এই বিশেষ কর্মসূচি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুয়ারে সরকারের পর এবার বাংলার শাসক দল তৃণমূল চাইছে মানুষের কাছে পৌঁছতে, মানুষের সাথে কথা বলে তাঁদের পরস্থিতি বুঝতে। আর তাই এই নতুন রাস্তা বার করা হয়েছে বলেই মত মা মাটি মানুষের।
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল সাধারণ মানুষের নানা অভিযোগ শুনে সমস্যার সমাধান করতে পারবে এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও সহজে যোগাযোগ স্থাপন করতে পা্রবে। হাতে মাত্র আর এক মাস তার আগেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। মিটিং মিছিল, দেওয়াল লিখন এর মাঝে চলছে জোর জল্পনা। এরমধ্যেই একাধিক তৃণমূল নেতা দু ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে। কিন্তু এতো কিছুর পরেও দমেনি তৃণমূল, নিজেকে আরো শক্তিশালী করতে এবং মানুষের পাশে দাঁড়ানোর কোনও কসুরই ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দু দিন আগেই নন্দীগ্রাম থেকে তিনি জানিয়েছেন কলকাতার ভবানীপুর এবং এদিকে নন্দীগ্রাম দুই জায়গায় দাঁড়িয়েই তিনি ভোটে লড়বেন। এদিন নন্দীগ্রাম থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্যে গর্জে উঠেছিলেন মমতা। তিনি শুভেন্দুকে চ্যালেঞ্জ করে জানান এবার তিনি কলকাতা থেকেও জিতবেন এবং নন্দীগ্রাম থেকেও জিতবেন। আর এই নয়া কর্মসূচি আবার নতুন করে জানান দিলো জননেত্রী মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।