Breaking News

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পুজোর আগে ও পরে রাজ্যে নিয়োগ হবে ৩২ হাজার শিক্ষক, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজোর আগেই রাজ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ করা হবে| এরপর দ্বিতীয় ধাপে আগামী বছরের মার্চের মধ্যে আরও সাড়ে ৭ হাজার শিক্ষককে নেওয়া হবে | সবমিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে | আজ সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাই প্রাধান্য পাবে বলেও জানান তিনি | শনিবার প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন-এর আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এর নোটিস | সোমবার সন্ধে থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ইন্টারভিউ লিস্ট | কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তালিকা থেকেই তা জানা যাবে | এদিন সন্ধেয় সেই তালিকা প্রকাশের ঠিক আগেই মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে ঘোষণা করে দিলেন | পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন,”মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে | কোনও লবির ব্যাপার নেই | মেধাতালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে |” অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে স্বজনপোষণ বা দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছিল, তা এককথায় পরোক্ষেভাবে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী | রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই নানা সমস্যা চলছে | একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলে বারংবার নিয়োগে স্থগিতাদেশ জারি করে আদালত | ফলে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের জন্য খুশির বাতাস নিয়ে এসেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *