Breaking News

করোনার তৃতীয় ঢেউকে নিয়ন্ত্রণে রাখতে ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন গড়ল রাজ্য!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ১০ সদস্যর বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর| করোনার দ্বিতীয় ঢেউতে রাজ্যে বিপর্যয় চোখে দেখা গিয়েছে| নিয়ন্ত্রণ করতে সময় লাগলেও ক্ষতি করে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ | তাই এবার আগাম সাবধান হয়েই রাস্তায় নামছে রাজ্য সরকার | কিছুদিন আগেই এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ছয়-আট সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ | আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবেন শিশুরা | তাই বাড়তি সতর্কতা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ভবন |
জানা গিয়েছে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর | কী করা উচিত? কোন কোন দিকে নজর দেওয়া উচিত সব ঠিক করতে এবং পরিস্থিতি অনুযায়ী রাজ্যকে পরামর্শ দিতে বলা হয়েছে এই কমিটিকে | এই কমিটিতে মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ধরনের চিকিৎসকরা আছেন | পিজি হাসপাতালেরই ছয় অধ্যাপক রয়েছেন কমিটিতে,এমনটাই জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে | পাশাপাশি কোভিড পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট বা শিশুদের সংক্রমণ মোকাবিলায় পাঁচ সদস্যর যে বিশেষ কমিটি রয়েছে তারা ইতিমধ্যে ১৩০০ আইসিইউ, ৩৫০ এসএনসিইউ বেড-সহ বিভিন্ন হাসপাতালের শয্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন | দেশে তৃতীয় ঢেউ আসবেই | দিল্লি সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই পর্যাপ্ত পরিকল্পনা নিয়ে ফেলেছে| পশ্চিমবঙ্গও তৈরি, তাই আরও একটু বেশি সতর্ক থাকতে আগাম বিশেষজ্ঞ কমিটি গড়ে গোড়া থেকেই করোনার তৃতীয় ঢেউকে মাথাচাড়া না দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *