প্রসেনজিৎ ধর :- দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান | তিনি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত | তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া ওই নেতাকে সোমবার সকালে তাঁর লিলুয়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ |ধৃত ওই নেতার নাম গোবিন্দ হাজরা |পুলিশ সূত্রে খবর,জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে গোবিন্দর বিরুদ্ধে | আদালত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে | পুলিশ সূত্রে খবর, টানা চারবারের প্রধান ছিলেন গোবিন্দ হাজরা | এলাকায় বেশ দাপুটে নেতা | প্রধান থাকাকালীন একাধিক আর্থিক তছরুপের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে | কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন জগদীশপুর গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান সোনামণি কর্মকার | তারপর পুলিশ ঘটনার তদন্তে নামে | সোমবার গ্রেফতার করা হয় গোবিন্দ হাজরাকে | তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে| প্রসঙ্গত, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর অঞ্চলের দাপুটে নেতা গোবিন্দ | বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন তিনি | রাজীব-ঘনিষ্ঠ ওই নেতা তাঁর হয়ে প্রচারেও নামেন | গত ২ মে ভোটের ফল প্রকাশের পরেই ভাঙচুর চলে গোবিন্দর বাড়িতে | অভিযোগ শাসক দলের বিরুদ্ধে | এর কিছুদিন পরেই অনাস্থা এনে গোবিন্দকে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় | হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা জানান যতদিন তৃণমূলে ছিলেন গোবিন্দ হাজরা ততদিন কোনো অভিযোগ হয়নি | এখন বিজেপি করাতে তাকে ফাঁসানো হচ্ছে | যদিও এই অভিযোগ অস্বীকার শাসক দলের |