প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ থেকে খুলল কালীঘাট মন্দির | মঙ্গলবার সকাল ৬টায় খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা | আজ থেকে দুপুর ১২টা পর্যন্ত ভক্ত এবং জনসাধারণের জন্য খোলা থাকবে মন্দির | রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতিতে অফিস স্কুল-কলেজের পাশাপাশি বন্ধ ছিল বিভিন্ন ধর্মীয় স্থানও | পরিস্থিতির আংশিক উন্নতি হতেই মন্দির ও ধর্মস্থানের দুয়ার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য |আর তাই ভক্তদের জন্য খুলে দেওয়া হলো কালীঘাট মন্দির | মঙ্গলবার থেকেই করোনা বিধি মেনে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দুয়ার | তবে বেঁধে দেয়া হচ্ছে সময়সীমা | নির্দিষ্ট সময়ের মধ্যে ভক্তরা খুঁজে দিতে পারবেন | মন্দিরে প্রবেশের ক্ষেত্রে থাকছে বেশ কিছু বিধিনিষেধ | নির্দিষ্ট সময়ের মধ্যে ভক্তরা পুজোর ডালা নিয়ে প্রবেশ করতে পারবেন | পুজো দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা না থাকলেও যথাযথ কোভিড বিধি মেনে তবেই মায়ের আরাধনা করার অনুমতি পাবেন ভক্তরা | মন্দিরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ,শারীরিক দূরত্ববিধি মেনে পুজোর লাইনে দাঁড়াতে হবে | নিয়মের কড়াকড়ি থাকা সত্ত্বেও মন্দির খুলে যাওয়ায় খুশি দর্শনার্থীরা| দীর্ঘদিন পর ফের পুজো দেওয়ার সুযোগ পেয়ে এদিন সকালেই ভক্তরা ভিড় করেন মন্দির চত্বরে | দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৭ মে থেকে কড়া সরকারি বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সেই নির্দেশ মেনে মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল টেম্পল কমিটি | তবে মাস দুই পর রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ফের কোভিড বিধি মেনে মন্দির খুলতে থাকে | তারকেশ্বর এবং তারাপীঠের মন্দির খুলে গিয়েছে গত সপ্তাহেই | চলতি সপ্তাহে তারকেশ্বরের মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমাও বাড়ানো হয়েছে |