Breaking News

শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উদঘাটনে গঠিত হোক তদন্ত কমিশন,জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হয়েছিল, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই | এই আবহে তাঁর মৃত্যু দিবসের আগে শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য উদঘাটনের উদ্দেশ্যে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | মামলা দায়ের করেছেন স্মরজিৎ রায় চৌধুরী | চলতি সপ্তাহেই এই আবেদনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে | প্রসঙ্গত, আমীকাল তাঁর ৬৮তম মৃত্যু দিবস |১৯৫৩ সালের ২৩ জুন জম্মু কাশ্মীরের পুলিশ হেফাজতে মারা গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি | প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন পরে মারা গিয়েছিলেন | এদিকে শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে কংগ্রেসকে বারবার বিঁধলেও তা নিয়ে কোনও তদন্ত কমিশন গঠন করেনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার | এই বিষয়ে সরব ছিলেন অটলবিহারী বাজপেয়ী | তবে প্রধানমন্ত্রী থাকালীন তিনি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেননি | এদিকে ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত সাত বছর ধরে মসনদে রয়েছেন নরেন্দ্র মোদি | তবে তিনিও কোনও তদন্ত কমিশন গঠনের কথা ভাবেননি | এই প্রেক্ষিতেই আইনজীবী স্মরজিত্‍ রায়চৌধুরী কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন |তাঁর দাবি, আগের অটলবিহারী জমানায় বা চলতি মোদি জমানায় যা জানা যায়নি, সেই বিষয়টি জানতেই তিনি মামলা করেছেন | তাঁর দাবি, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুরহস্য জানতে গঠন করা হোক তদন্ত কমিশন| তিনি বলেন, ‘আমি চাই, এই রহস্যের অবসান হোক | প্রকৃত সত্য সামনে আসুক |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *