প্রসেনজিৎ ধর :- উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলায় বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে রাজ্যে| জন বার্লার পথে হেঁটেই রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য করা নিয়ে মন্তব্য করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ| সেই মন্তব্যের জেরে সৌমিত্রের বিরুদ্ধে মঙ্গলবার আলিপুরদুয়ার থানায় এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস | আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর এই এফআইআর দায়ের করেছেন | তাঁর অভিযোগ, সৌমিত্রের মন্তব্য আইনশৃঙ্খলার অবনতির পক্ষে যথেষ্ট উস্কানিমূলক, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে এবার আলিপুরদুয়ার থানায় দায়ের হল অভিযোগ | পাশাপাশি, উত্তরবঙ্গ’ভঙ্গে’র দাবি তোলা স্থানীয় সাংসদ জন বার্লার বিরুদ্ধেও তিনি এফআইআর করেছেন |
এ নিয়ে রাজ্যের বিভিন্ন থানায় জন বার্লার বিরুদ্ধে মোট ৭টি অভিযোগ দায়ের হল | আলিপুরদুয়ারের যুব তৃণমূল সভাপতি বাবুল করের বক্তব্য, ”আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ নিজেরাই ক্রিমিনাল | এদের অবিলম্বে গ্রেফতার করা হোক | এমনকী যারা বাংলা ভাগকে সমর্থন জানাচ্ছেন বা ভাগ চেয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দিচ্ছেন, তারাও সমানভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ করছেন, সকলকে গ্রেফতার করতে হবে |” আলিপুরদুয়ার থানার আইসি এস.প্রধান জানান, অভিযোগ গৃহীত হয়েছে | তদন্ত শুরু হবে এবং সেইমতো ব্যবস্থা নেওয়া হবে| এদিন থানায় অভিযোগ দায়েরের পর উত্তরবঙ্গ ভাগের বিরোধিতা জানিয়ে যুব তৃণমূলের সদস্যরা থানার বাইরে বিক্ষোভও দেখান |সোমবার এহেন মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ |