নিজস্ব সংবাদদাতা :- হাড্ডাহাড্ডি ভোট লড়াইয়ে গত বছরেই ট্রাম্পকে হারিয়ে আসন দখল করেছেন জো বাইডেন। ইতিমধ্যেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদ পেয়েছেন কমলা হ্যারিস। এমনকি নতুন পদ পেতেই আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি ভারতের প্রধানমন্ত্রী।

টুইট করে কমলা হ্যারিসকে তিনি লেখেন, “মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন। এটা ঐতিহাসিক মুহূর্ত। ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্য তাঁর সঙ্গে আলোচনা করতে মুখিয়ে আছি। আমাদের দুনিয়ার পক্ষে পুষ্টিকর হবে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক।”প্রসঙ্গত , গত বছরের শুরু থেকেই ভোটে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্প। বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজের পদ ধরে রাখতে পারেন নি তিনি। গত বছর ভোট প্রচারের মাঝেই করোনা আক্রান্তও হয়েছেন কিন্তু তবুও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ট্রাম্প। নভেম্বরে দুই পক্ষের লড়াইয়ের মাঝেই প্রকাশ্যে আসে ট্রাম্পের পদ হারানোর গল্প। এরপরেই হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেন ট্রাম্প এবং ট্রাম্প পত্নী।
Hindustan TV Bangla Bengali News Portal