নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদায় আমানতকারীদের টাকা ফেরাতে এবার এক সদস্যের কমিটি গঠন করতে পারে কলকাতা হাইকোর্ট | তবে কবে, কিভাবে ও কার নেতৃত্বে এই কমিটি তৈরি হবে, তা চূড়ান্ত হয়নি এখনও | সারদার উদ্ধার হওয়া টাকা আমানতকারীদের ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদালত | এদিন আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, সারদার আমানতকারীদের টাকা ফেরাতে এ বার এক সদস্যের কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে | কিন্তু কার নেতৃত্বে ও কবে সেটা করা হবে আদালত সেই বিষয়ে সুস্পষ্ট কিছুই জানায়নি | প্রধান বিচারপতি জানিয়েছেন, আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোই একমাত্র লক্ষ আদালতের | সিবিআইকে এদিন সারদা নিয়ে আদালত প্রশ্ন করেন | বিচারপতিরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চান, সারদার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থার হতে যে পরিমাণ টাকা আছে তা-ও এক সদস্যের কমিটির কাছে পাঠানো যায়? চিন্তাভাবনা করে সুস্পষ্ট রিপোর্ট আদালতে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে | প্রসঙ্গত, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর আমানতকারীদের ফেরানোর জন্য ৫০০ কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার | অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের তত্ত্বাবধানে কমিটি গঠন করে সেই টাকা আমানতকারীদের মধ্যে বিলি করা হয় | দু’দিন আগেই এই মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের বাংলায় থাকা মামলাগুলিতে জামিন মুক্তি দিয়েছে আদালতে | কলকাতায় থাকা মামলাগুলির থেকে জামিনে পেয়েছেন দেবযানী | এবার এই সারদায় জমে থাকা ১৩৮ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কলকাতা হাইকোর্ট | এর আগে রোজভ্যালি, এমপিএস-সহ একাধিক চিটফান্ড প্রতারণায় আমানতকারীদের টাকা ফেরাতে কমিশন গড়েছিল আদালত | এবার সারদার আমানতকারীরা আশায় বুক বাঁধতেই পারেন |