Breaking News

এবার মিঠুন চক্রবর্তীর মামলাও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির মামলার পর এবার মিঠুন চক্রবর্তীর উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত মামলাও ‘বিজেপি ঘনিষ্ঠ’ বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জি জানানো হল | মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার | বিধানসভা ভোটে বিজেপি-র প্রচারে ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী | এই অভিযোগে গত ৬ মে অভিনেতা তথা বিজেপি নেতার বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন ‘সিটিজেনস ফোরাম’ | তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন | গত বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিঠুন পুলিশি জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন| আর মঙ্গলবার বিচারপতি চন্দের বেঞ্চে মামলার শুনানির শুরুতেই আইনজীবী মৃত্যুঞ্জয় পাল আবেদন জানান, মামলাটি যেন অন্য বেঞ্চে সরানো হয় | এদিন মামলাটির শুনানি শুরু হলে রাজ্যের মতামত জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সময় মঞ্জুর করেন বিচারপতি | যদিও মামলাটি কৌশিক চন্দের এজলাস থেকে সরবে কি না সেটা এখনও জানা যায়নি | মামলাটির আগামী শুনানি হবে শুক্রবার | প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির মামলাটিও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর জন্য গত সপ্তাহেই আবেদন করা হয় | এ নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *