প্রসেনজিৎ ধর কলকাতা :- খাস কলকাতায় স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদে উদ্ধার হল নরকঙ্কাল |প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার পাঁচিল গাঁথার সময় পাশের বাড়ির ছাদে হাড়গোড় পড়ে থাকতে দেখেন নির্মাণকর্মীরা | এরপর খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায় | পুলিশকর্মীরা এসে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান| প্রাথমিকভাবে কঙ্কালটি মানুষেরই বলে মনে করা হচ্ছে | কী করে কঙ্কাল সেখানে এল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ |জানা গিয়েছে, ঘটনাস্থলে কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি | তাঁরাই প্রথম কঙ্কাল পড়ে থাকতে দেখেন | এরপর খবর দেওয়া হয় নর্থ পোর্ট থানায় | ঘটনাস্থলে আসে পুলিশ | তাঁরা এসে ইতিমধ্যে কঙ্কাল উদ্ধার করেছে | সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে | কোথা থেকে, কীভাবে ওই স্থানে কঙ্কাল এল? খতিয়ে দেখছে পুলিশ | কঙ্কালটি পুরুষ না মহিলার তা জানার জন্য সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে | সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের বাড়িটিতে একটি গোডাউন ছিল | কয়েক বছর আগে সেথানে আগুন লাগে বলেও খবর | এদিকে আবার বাড়িটি এমনভাবেই তৈরি যে তার ছাদে ওঠার কোনও সিঁড়িও নেই | তার পরেও কীভাবে সেই ছাদে একজন মানুষের কঙ্কাল পৌঁছে গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে | প্রশ্ন উঠছে, তবে কি অন্য কোথাও কাউকে খুন করে কঙ্কাল ছাদে ফেলে রাখা হয়েছিল নাকি ছাদে এনেই তাকে খুন করা হয়েছিল,তা নিয়েও প্রশ্ন উঠছে | উত্তর বন্দর থানার পুলিশ জানিয়েছে, এদিন সকালে পরিত্যক্ত বাড়ির ছাদে হাড়গোড় ছড়িয়ে থাকার খবর মেলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানবদেহের কঙ্কালের হাড়গোড় |তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার আগে কিছু বলা যাবে না |