প্রসেনজিৎ ধর, কলকাতা :- জবাবে খুশি নয়, তাই এবার আরও কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রের চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে | আলাপনকে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের এই চিঠির তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় | তাঁর অভিযোগ আলাপন বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে কেন্দ্র | এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, “রাজ্যের অধীনে কাজ করার সময় কোনও আমলাকে এভাবে ডেকে পাঠানো যায় না | আর তাঁকে কেন্দ্রের ডেপুটেশনে যেতে হলে রাজ্যের অনুমতি নিতে হয় | এমনটাই বলছে আইন |” এর পরই তৃণমূল সাংসদের অভিযোগ, “কেন্দ্র রাজ্যের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে | সৎ আমলাদের কাজ করতে দেওয়া হচ্ছে না | রাজ্য সরকারকে বিরক্ত করার জন্যই কেন্দ্র এসব করছে | আর সবটাই করা হচ্ছে প্রধানমন্ত্রীর দফটর থেকে |প্রধানমন্ত্রীর নির্দেশেই সবটা হচ্ছে |” একই সুর শোনা যায় দলের আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলাতেও | আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র কেন শোকজ করতে পারে না, তার আইনি ব্যাখ্যাও দেন সুখেন্দুবাবু | প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রীর ‘ইয়াস’ মোকাবিলায় ডাকা কলাইকুণ্ডার বৈঠক নিয়ে | প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বৈঠকে মাত্র পাঁচ মিনিটের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় | আর তারপরেই সেদিন রাতেই আলাপনকে মাত্র দু’দিনের মধ্যেই মুখ্যসচিবের জায়গা ছেড়ে দিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ দফতরে কাজে যোগ দিতে বলা হয় | তাই দিল্লি না গিয়ে নির্ধারিত দিনেই অবসর নেন আলপন বন্দ্যোপাধ্যায় | আর মুখ্যমন্ত্রী তাঁকে নিজের দফতরের মুখ্য উপদেষ্টা করেন | এরপরেই আলাপনকে কড়া চিঠি দেয় কেন্দ্র | সেখানে বলা হয় কেন তিনি কলাইকুণ্ডার বৈঠকে ছিলেন না, তাঁর জবাব দিতে হবে, এছাড়াও আগের থেকে নির্দেশ দেওয়া সত্বেও কেন কর্মিবর্গ দফতরে কাজে যোগ দেননি তিনি | পাল্টা আলাপন সুকৌশলে চিঠিতে জানান, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কর্মসূচি ছিল, তাই কিছুক্ষণের জন্য হলেও সেই বৈঠকে গিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বেড়িয়ে যেতে হয় | যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে হয়, তাই পূর্ব নির্ধারিত কাজে যাওয়াটা জরুরি ছিল | আর এই উত্তরেই অসন্তুষ্ট হয় কেন্দ্র |আর তাইআলাপন বন্দ্যোপাধ্যায়কে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের চিঠি দিল কেন্দ্র |