Breaking News

লোকাল ট্রেন চালানোর দাবিতে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে লাইনে নেমে বিক্ষোভ যাত্রীদের!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- অবিলম্বের লোকাল সব ট্রেন চালাতে হবে,এই দাবিতেই লাইনে নেমে বিক্ষোভ দেখালেন সাধারণ যাত্রীরা |এই ঘটনায় বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন | এদিন সকালে স্টেশনে স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই, তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা |যাত্রীদের অভিযোগ, এখন লকডাউনে কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার | সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার কথা বলা হয়েছে | কিন্তু ট্রেন ও বাস বন্ধ রয়েছে এখনও | যার জেরে কর্মক্ষেত্রে পৌঁছতে না পেরে আর্থিক অনটনের মুখে পড়ছেন মধ্যবিত্ত সাধারণ যাত্রীরা | তাঁদের বক্তব্য শিয়ালদহ দক্ষিণ শাখার মানুষদের কলকাতায় আসার একমাত্র ভরসা ট্রেন পথই | তাই যাত্রীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার কিছু ট্রেন যাতে চালু করা হয় | এমনকি যাত্রীদের আরও অভিযোগ, কাজে যেতে গেলে গাড়ি ভাড়া করতে গিয়ে দ্বিগুণ টাকা খরচ হয়ে যাচ্ছে| যাত্রীদের অনেকেই রেলের স্টাফ স্পেশ্যাল ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতেও রেলপুলিশ কর্তাদের হাতে ধরা পড়ে অযথা হয়রানির শিকার হচ্ছিলেন | অগত্যা নিজেদের দাবি জানাতে বিক্ষোভের পথই বেছে নেন | বিক্ষোভ সামলাতে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা | যাত্রীদের সঙ্গে দফায় দফায় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *