Breaking News

বঙ্গভঙ্গের কোনও প্রচেষ্টা বরদাস্ত নয়, উত্তরবঙ্গের সকল পুলিশ সুপার ও জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বঙ্গভঙ্গের চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার | এই নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী | বুধবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে জানিয়ে দেন, বাংলার মানচিত্রে কোনও বদল আনার প্রচেষ্টা মেনে নেবেন না তিনি | সূত্রের খবর, বুধবার নবান্নের রিভিউ বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপারদের এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বাংলা সহায়ক কেন্দ্র গুলিকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন তিনি | ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে, ‘পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে’ | আর আজ সেই পাহাড় আর জঙ্গলমহলকেই পৃথক রাজ্যের দাবি তুলেছেন বিজেপি সাংসদরা | যে মতামতকে সমর্থন করেনি রাজ্য বিজেপিও | বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলতেই সাহস পেয়েছেন সৌমিত্র খাঁ | বিষ্ণুপুরের বিজেপি সাংসদ আবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তোলেন | যদিও তাদের মতামতকে দল সমর্থন করে না বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ| এমন পরিস্থিতিতে বিশেষ করে উত্তরবঙ্গে বড়সড় বিশৃঙ্খলা বাধাতে পারে বিজেপি | তা আঁচ করেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে উত্তরের জেলাগুলির জেলাশাসক এবং পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন | বাংলা ভাগের নামে কোনও বিশৃঙ্খলা বরদাশ্ত করা যাবে না বলেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী | এমন কিছু দেখলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নিতে বলেছেন তিনি | অঞ্চলভিত্তিক এলাকায় একটি করে বাংলা সহায়ক কেন্দ্র তৈরি করতে বলেছেন তিনি | প্রান্তিক এলাকার একটা মানুষও যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *