দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ঘটে যাচ্ছে করোনা ভ্যাকসিন নিয়ে একের পর এক কেলেঙ্কারি | একদিকে শহরের একাধিক জায়গায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের অভিযোগ সামনে এসেছে|অন্যদিকে, বালিগঞ্জের সংরক্ষণ কেন্দ্র থেকে সরানো হয়েছে কয়েক হাজার ভ্যাকসিনের ডোজ | ৩৩ বালিগঞ্জ সার্কুলার রোডের ভ্যাকসিন সংরক্ষণকেন্দ্র | এখানে একেবারে সব গাইডলাইন মেনেই টিকা সংরক্ষণ করা হয় | সব মাপকাঠি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা নিয়ে নজরদারির ব্যবস্থাও রয়েছে | তবে এতসব কিছুর পরেও একেবারে স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে এই সংরক্ষণকেন্দ্র থেকে কোভিশিল্ডের প্রায় ৫৫ হাজার ডোজ ও কোভ্যাক্সিনের ৫ হাজার ডোজ সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ | বলা যায় গায়েব হয়ে যায় ভ্যাকসিন | এদিকে এ নিয়ে খোঁজ পড়ে যায় বিভিন্ন মহলে | এরপরই দেখা যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেতলায় ‘মেয়র’স হেলথ ক্লিনিকে’ নিয়ে যাওয়া হয়েছে ভ্যাকসিনগুলিকে|এখানেই প্রশ্ন স্বাস্থ্য দফতরকে না জানিয়ে কেন এগুলিকে সরানো হল?কেনই বা এগুলি সেখানে নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে | পরে প্রায় সপ্তাহখানের পর ভ্যাকসিন নিয়ে যাওয়া সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে | স্বাস্থ্য দফতরের দাবি, সেই চিঠিতে ভ্যাকসিন সরানোর কোনও কারণ উল্লেখ করা হয়নি | যেখানে ভ্যাকসিন রাখা হয়েছে সেখানে ভ্যাকসিন রাখার সব গাইডলাইন মানা হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে | কেন টিকা সরানোর আগে আগাম জানানো হল না তা নিয়েও প্রশ্ন উঠছে | তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ |তাঁর দাবি, ‘তৃণমূল নেতারা ঠিক করছেন কে কোথায় ভ্যাকসিন নেবেন | এতদিন অন্য কিছুর সিন্ডিকেট চলত | এখন ভ্যাকসিনের সিন্ডিকেট চলছে |’