প্রসেনজিৎ ধর :- আদালতের নির্দেশে বৃহস্পতিবার উত্তরবঙ্গে পৌঁছল মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল | ৮ সদস্যের প্রতিনিধিদল ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন | এরপর তাঁরা ৩০শে জুনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেবেন | বৃহস্পতিবার প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামেন কমিশনের প্রতিনিধিদলরে সদস্যরা | এরপর তাঁরা কোচবিহারের সার্কিট হাউজে যান |এদিন, মানবাধিকার কমিশনের তরফে ডিএসপি রাজবীর সিং, কুলবির সিং, লাল বাহাদুর, কুলয়ান্ত সিং-সহ আটজন বাগডোগরা বিমানবন্দরে আসেন |সূত্রের খবর, শীতলকুচি,মাথাভাঙা সহ বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা অভিযোগ খতিয়ে দেখবেন | এদিকে সম্প্রতি খোদ রাজ্যপালও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় গিয়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছিলেন |তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে তিনি দার্জিলিংয়ে রয়েছেন | এদিকে সূত্রের খবর জাতীয় মানবিধাকার কমিশনকে দিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা যাচাই করার নির্দেশ পুনর্বিবেচনার জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য | কিন্তু হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে | এরপরই আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে ফের আবেদন করা হয়েছে |এসবের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মানবিধকার কমিশনের প্রতিনিধিরা | রাজনৈতিক হিংসার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না সেটাও খতিয়ে দেখবেন তাঁরা | এদিকে কমিশনের এই তৎপরতাকে ঘিরে স্বস্তিতে গেরুয়া শিবির | গত কয়েকদিন ধরেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলকে বারবার বিঁধেছেন বিজেপি নেতৃত্ব |আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এদিন দার্জিলিংয়ের রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ করেন|আবার, রাজ্যে কেন্দ্রীয় দল প্রেরণে ক্রমেই বাড়তে চলেছে রাজনৈতিক সংঘাত এমনটাই দাবি রাজনৈতিক মহলের | তবে ওয়াকিবহাল মহলের মতে, কমিশনের এই রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল |