Breaking News

প্রবল বৃষ্টিতে কার্শিয়াং-এর ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস,বিচ্ছিন্ন শিলিগুড়ি ও দার্জিলিং,দুর্ভোগে সাধারণ মানুষ!

নিজস্ব সংবাদদাতা :- প্রবল বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে ধস নামল দার্জিলিংয়ে | ধস নামল কার্শিয়াংয়ের তিনধরিয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে | যার জেরে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা| এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও | যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ| দুর্ভোগে সাধারণ মানুষ | উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে কার্শিয়াংয়ের তিনধরিয়ায় জাতীয় সড়কে ধসের ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে | বাধ্য হয়ে গাড়িগুলিকে ঘুরপথে রোহিনী হয়ে কার্শিয়াং এবং দার্জিলিংয়ে পৌঁছতে হচ্ছে | স্থানীয়দের বক্তব্য, গতকাল সন্ধ্যে থেকেই ওই এলাকায় প্রবল বৃষ্টি হয় | আজ সকাল পর্যন্ত সেই বৃষ্টি চলে| কার্শিয়াংয়ের তিনধারিয়া এলাকা এমনকিতেই ধসপ্রবণ স্থান | বৃষ্টির কারণেই এই ধসের ঘটনা ঘটেছে | জানা গিয়েছে, সম্প্রতি ১২-১৩ বছর পর ৫৫ নম্বর জাতীয় সড়ক সাড়ানো হয়েছিল | ফলে সুবিধা হয়েছিল স্থানীয়দের | তবে এই ধসে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা | এমনকি বন্ধ টয়ট্রেন পরিষেবাও | সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ | ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও | যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ | প্রসঙ্গত,বঙ্গে পা রাখার পর থেকে ঝোড়ো ইনিংস বর্ষার | গত কয়েকদিন ধরে বাংলার আকাশের মুখভার | দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি | আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে | বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবংর আলিপুরদুয়ারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *